তুকি কি উপেক্ষা করতে পার
সুন্দরী নারী, হে জওয়ান ছেলে
তুমি কি উপেক্ষায় থাকতে পার
দিনের পর দিন হে যুবতী মেয়ে
তুমি কি উপেক্ষা করতে পার
প্রকৃতি সে অপরূপ সৌন্দর্য
তুমি কি উপেক্ষা করতে পার
অপূর্ব সব সৃজন কাব্য শৈলী
গাঁথুনি চমৎকার হাজার কবির ।
কোটি আলো হাতে বয়ে চলেছে মানুষ
তবুও অপেক্ষার দিন শেষ হবে না যে ।