দেখার শেষ নাই, তা জানি
তোমায় বহু বার দেখব আমি
অপেক্ষা-প্রহরে জেগে আছি
ঘামে মোর এই শরীর খানি
দিনের কাজ দিনে করি
রাতের কাজ রাতে সারি ।
ছোট বলে কোনো কাজ-ই
অবহেলায় ফেলে না রাখি
অগোছালো ভাবনা আঁকি
মনের ক' কথা বলে রাখি
শুধু সবে খ' কথা বাসি
তোমায় যে ভালোবাসি
সে কথা সব কি বাসি ?
এই দুয়ার খুলে রাখি
যা ইচ্ছে বলো আজি
আমি তো নয় পাজি ।
শেষ ঘন্টা বাজবে যখন
থাকবে না তুমি তখন
তাই বলে কি না হুশ
বাদ দাও গল্পের বুশ
সাজাও নিজের ঘর
কেউ না তবে পর ।
মৃত্যু কি তুমি স্বপ্ন ভাবো ?
গুছে রাখো দিল তবো
স্বাধীন চেতা মন রাখো
ভালো করে আল্লা ডাকো ।
একটি কথা বলে যাই ভাই
যা ভুল হয় কাজে কর্মে
তাঁর কাছে মোরা ক্ষমা চাই ।
শুধরে দেন, নেন যিনি
মহান স্রষ্টা তিনি ।
মানতে ভুল করে না যেন
তবে কাজ হবে যেনতেন
একটি কথা শেষে বলি
শুনবে কি সেই কলি ?
কথা, ব্যবহার যদি মন্দ হয়
গুণ তখন ধূলায় মিশে যায়
সুন্দর চেয়ে মনটা যদি
তোমার অতি ভালো হয়
রূপটা তখন নগণ্য
তোমার গুণটা মুখ্য হয় ।
চেনা অচেনার ঘিরে
চেনারে কে না ভিড়ে
মন রে কর রে যতন
পাইতে পার তবে রতন
দুষ্ট লোকের মিষ্টি কথায়
কার না মন খারাপ করে
খারাপ কথা বললে মুখে
মনে খটকা লেগে থাকে ।