যা হারিয়ে কথাগুলি
গহীন নদীর থৈ জলে

নিস্পৃহ হ রে  মন সবি
ভাবনাগুলোরই  মাঝে ।

শত যুগের সাক্ষী খোঁজি
এ হৃদয়  কোণে  স্মৃতি
এখন তুমি  শুনতে পাও কি
আর্তনাদ চিৎকার ধ্বনি ?

ঐ শহিদ মিনার বেদিতে
সহস্র আহাজারি  
ছিটকে পড়বে মাথার খুলি
মা, বোনের কথাই ধরি ।

ভেবেছ  কি লাশের ছবি
সেদিনের কথাই  বলি ?    
যা হারিয়ে কথাগুলি
গহীন নদীর  ঐ স্রোতে
বয়ে যাবে নীল সাগরে
আমারই  শোকের নদী ।
ওঁদের নাম  স্মৃতি স্মরণে
দু' এক কথা বলতেই  ।