শুনেছি, দেয়ালেরও কান আছে,
ওৎ পেতে থাকে শত্রুর আড়িপাতার যন্ত্র।
অথচ, এখন অডিও ফাঁস করে
মানুষ শুনছে
দেয়ালের কথাই!
আড়ালে বলা শব্দগুলো
লোকমুখে ছড়িয়ে পড়ে,
পৌঁছে যায়
অচেনা শোনার কাছে ।
তাই, কথা বলা হোক যেমনভাবে,
তা যেন বলা হয় সচেতনভাবে।
বাতাসের শব্দ ঠেকানো যায় না,
কথা রুদ্ধ করলেও,
অপ্রকাশিত সত্য একদিন
জেগে ওঠে নিজ শক্তিতে।
কালের ঘটনার আবহে,
স্রোতের প্রতিকূল প্রবাহে,
সত্যের মানদণ্ডে
মিথ্যার কবর রচিত হয়।
তবু, অন্ধকারের আড়ালে
মানুষের কণ্ঠ রুদ্ধ হয়নি।
কালের চাহিদার ডাকে,
স্রোতের উল্টো প্রবাহে,
আজও হঠাৎই ভেসে আসে
অপ্রকাশিত সত্যের মুখ—
অডিও ফাঁসে প্রকাশ্যে !