প্রথম প্রহরে পৃথিবীর আলোর মুখ খোলে
একটি শিশু করে শুরু জীবনের পথ চলা
চিৎকার করে জানাই মাগো
এসেছি তোমার কোলে
বুক ফাটা কান্না নিয়ে আসে যে শিশু
ভূমিষ্ট পৃথিবী কি তার জন্যে কান্নাময় হবে ?
যে গর্ভবতী নারী প্রসব বেদনা বিষে কাঁদিয়েেছে
তাঁর দু'চোখের টলমল জল কি মিছা হবে ?
হায়রে মানবতার বুলি ধ্বনি
চারিদিকে তুলকালাম ধ্বনি !
শূন্য কলসি বাজায় মেতে
মোরা এই বাঙালি জাতি ।
মানবতা আজ কথায় যে
এতিম শিশু রাস্তায় হাত পাতে
অসহায় যত মানুষ আছেন
তারা বাস করেন ফুটপাতে ।
ধনীর সন্তান বিত্ত- সম্পদ গড়ে
অট্টালিকা বাড়ি গাড়ি করে ।
গরীবের মাথার ঘামের অর্থে
গুটি কয়েক জনে লুট করে ।
হাবা, বোবা, অন্ধ, বিকলাঙ্গ শিশু
দেখে খুব মায়া লাগে হিজল শিশু !
কাছে টেনে ধরি আয়রে বাবা
নে মোরে তোরা বুকের কাবা ।
দুমুঠো ভাত অন্ন জল মুখে
কে দিতে পারে ওদের মুখে ?
ওদের আছে মহা অস্টোম রোগের বালা
এই রোগ থেকে কয়জনের -ই মুক্তি ঘটে ?
কয়জনের -ই মুক্তি ঘটে ঠুকে ?
কয়জন মোরা রেখে হাত বুকে
শপথ করছি অভাগা শিশুর জন্যে ?
চারিদিকে কত না আন্দোলন সংগাম চলে
আর হা-ভাতে পথে ঘাটে হিজলারা কেন ছুটে ? কর্মসংস্থানের ব্যবস্থা করে মুক্তি ঘুটুক ওঁদের
অনাথ শিশুদের জন্যে এগিয়ে আসুক বিওবানরাই ।
আর একটি বিশেষ ফান্ড গঠন করুক সরকার
খাদ্য, বস্তু, অন্ন, চিকিৎসার ভার সবই নিক,
তখন এই পৃথিবীতে জন্ম নেওয়া অবহেলিত শিশুও বিশ্বের বুকে শিক্ষা, সুচিকিৎসায় বেড়ে উঠবে
একটি আলোকিত জ্ঞানের পৃথিবীর মুখ দেখবে ।
তারিখ : ২৪.০৯.২০২২