নিষিদ্ধ আমি ! পৃথিবীর গোলকধাঁধায় পড়ে
নিষিদ্ধ আমি !  মহাপ্রলয়ের ঘূর্ণিপাকে জুড়ে
ইতিহাসের আষ্টেপৃষ্টে
ডিগবাজ মানুষের ভিড়ে
তাদের  মুখে মুখে গাওয়া
হিরক রাজার কাল্পনিক গপ্পে  
নিষিদ্ধ আমি ! চোর, বাটপারদের  খপ্পরে
অসৎ, দুর্নীতিবাজ,চোরাচালানির জপ্পরে ।

নিষিদ্ধ আমি ! পৃথিবীর সব প্রেমিক, প্রেমিকার কাছে  
নিষিদ্ধ আমি ! পৃথিবীর যত তুমি আছে তাদের কাছে ।
শুধু নিষিদ্ধ না, ধনীর  আদুরে ছেলে মেয়েদের কাছে  ।  
যারা বাবাকে বৃদ্ধাশ্রমে দেন অকালের কালে
থাকে শুধু পোশাক পরিচ্ছদে ফুটফুটে নিলে ।