ভাবনার আঙিনায় নাই
তুমি
বিজয়ের মাসে স্বপ্ন নাই
জানি
বারোমাসী  জমানো দুঃখ
রাখো    
বল নি কেন  তাও
এখনো
নির্লজ্জর মতো চোখ  
দেশের খবর রাখে  কি?