পাখিদের নীড়ে ফেরার কথা শুনছি না,
নিঃশব্দতার কান্নার ধ্বনিও বাজছে না ।  
সময়ের কাছে হেরে গিয়ে অজানা পথে
মুক্তির খোঁজ পায় না তারা প্রস্তুতি রথে ।

এক বন্দী জাল বাঁচিয়ে দিয়েছে আলিঙ্গনে  
জেগে উঠার পদযুগলে তারে ঠিক চিনছে না ।