আমার এমন কোনো স্মৃতি নেই
যে স্মৃতি তোমার হৃদ আপ্লুত করে  
ধমনী শিরা উপশিরা, রন্ধ্রে রন্ধ্রে কম্পন তোলে ।
হারানোর বেদনা ভুলে নতুন নিশানা খোঁজে ।
একটি প্রশ্ন, একটি জিজ্ঞাসার উদ্রেক করে  ।

আমার এমন কোনো স্মৃতি নেই
যে স্মৃতি তোমার কলিজা ছারখার করে ।  
মৃতের  সুড়ঙ্গ পথও ভেদ করে  
না ফেরার দেশে গিয়ে স্মৃতিতে রাখে ।

আমার এমন কেনো স্মৃতি নেই
যে স্মৃতি তোমার কাছে প্রিয়তর হয়ে উঠে হ্যালুসিয়াশনের মাত্রাকে ত্বরিত করে
ফটোসেশান করে মনে বারে বারে ।

আমার এমন কোনো স্মৃতি নেই
যে স্মৃতি তোমার দৃষ্টি নজরে রাখে  
হতে পারে সে স্মৃতি এক হল রুমের আড্ডার ।
হতে পারে সে স্মৃতি কোনো সাহিত্যমিলন মেলার আয়োজক কমিটির কাছে পাওয়া পুরষ্কার ছবি ।

আমার এমন কোনো স্মৃতি নেই
যে স্মৃতি তোমার মন ছাপিয়ে পৌঁছে -
সব  জ্ঞানী  গুণী শিল্পীর মুখে মুখে।  
অজো পাড়া গায়ের ছবির সন্ধান মেলেও ।
সাহিত্যে  রনন তোলে অচেনা কবির খোঁজে ।

আমার এমন কোনো স্মৃতি নেই
যে স্মৃতি তোমার হৃদ আপ্লূত করে ।