প্রতিটি স্বপ্নে জমে আছে  
বেদনা বিধুর স্মৃতির আঁধার ।
প্রতিটি ইঁটের দেয়ালে লেখা আছে
শহরের রঙিন  সুখ  দুখ ।

হাওয়ায় ভাসে রঙিন দিনের
স্বপ্নের গোধুলির রাত।
সূর্যের  কালে পৃথিবীর  সুখ।  
ভোরের হাওয়ায় নদীর মহাসুখ।

শান্তির নিঃশ্বাস  নিয়ে আসে
মুয়াজ্জিনের  আযান  ধ্বনি।
পাখির কলোহল নিয়ে আসে
দিনের  বার্তা আগমনী ।

নির্জন রাত্রির নিস্তব্ধতা খোলে
আমার  ভাবনার পথ ।
কত না সুন্দর সেই
পৃথিবীর পদযাত্রার ধ্বনির !  
কত না সুন্দর  তার
প্রকৃতির উচ্চারণ ধ্বনির  !
কত না শৃঙ্খল তার
গ্রহ নক্ষত্রের পথ চলার !  

অথর্চ মানুষ একটি শুভ দিনের
অপেক্ষায় থাকে।
প্রিয়জনের জন্যে
পছন্দের উপহার দেবার
অপেক্ষা করে ।

তুমি যে কত সুন্দর, অপূর্ব
হে প্রিয় ধরণী !  
আমাকে করেছ তুমি
সেই সুন্দরের ভাগী।

আমি মানুষ,  বড়ই স্বার্থপর  
দুর্ভাগা
তোমার সৌন্দর্যে বিমোহিত
হই না।  
দ্বন্দ্ব সংঘাত করি
পৃথিবী করি কুলষিত।