এই সুন্দর পৃথিবী অসুন্দর হয়ে যেতো
পুরুষ না পেতো যদি নারীর সঙ্গ
যদিও নারী হৃদয় ঘটিত ব্যাপার -স্যাপার,
তার মনোসন্ধি অতি সূক্ষ্ণ ছকে আঁকা
পৃথিবীর সৃষ্টির ধারাতে তার নেই বাঁধা ।

কত রূপ, কত নামেই ডাকা হয় তারে
সংসার জীবনে যখন নারীই চালিকাশক্তি ।

রাখে খুব বড় পরিসরে সৃষ্টিতে অবদান
ছোট করে দেখার নাই কোনো মান
তবুও নারী জটিল কুটিল রণরঙ্গিণী
তাই গুণীজন বলে গেছেন দিল্লিকা লাড্ডু
খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন ।

দেখেশুনে মনে হয় অবশেষে
পুরুষ জন্মে বুঝি প্রাণান্ত খাটুনি খাটতে
আর নারী জন্মে বুঝিবা
পুরুষের কষ্টের ভার দিগুণ করতে...