হে নারী, তুমি কারো সাথে করনা না ছলনা
প্রিয় থেকে প্রিয় তোমার ছলনার বুলি
তোমার ছলনার কথা সহজে বল না
এক হাতে করো তুমি লেনাদেনা
অন্য হাতে জালিয়াতি, প্রতারণা ।
চাই থাকো তুমি মোন জুড়ে মোর সবিতা
কমলে কামিনী মোর দেবী সুচরিতা ।
এক মন তোমার মেঘের মতো করে গড়িমসি
বৃষ্টির মতো উপর থেকে পড়ে মৃত্তিকায় ।
অন্যমন নিয়ে তুমি দেখাও ভৈরবী খেলা
তোমার মন হয়ত পাল তোলা ছবি !
আঁকিয়ে দিতে পারে না কোন নৌকার মাঝি ।
কোন পরিচয়ে মেলে তোমার ঠিক পরিচয় ?
সহজ নয় জানা, এই নির্বোধ কবির কবিতায় ।
কেমনই বা তোমার মন, মগজ,কলিজা খানি !
হয়েছে আবিষ্কার বৃথা চেষ্টা তোমার মন জানি
বিচিত্র জগতে তুমি অপরুপ বিধাতার সৃষ্টি !
তোমার ভালোবাসা যেমনি করে মন সিক্ত,
তেমনি করে পাথরে গেঁথে দেয় কখনো
ছোট্ট শিশুর মার্বেল গুটি যেমন
গড়িয়ে কোথাও আটকে পড়ে ,
তোমার মন তেমনি কী, তাও জানি না !