এতো দিন পরে ভাবিয়ে পাইলাম,নারী তুমি কে ?
এক সাগর জল ভরা দিঘি না হয় খালি কলসি   তোমাকে কাছে আসিতে হয় কেন ভালোবাসিতে
একা মন নিদারুণ নিষ্ঠুর রোদ্দুরে
এক গোলাপ ফুল ভাবিলে তুমি থাকো
ভালোবাসায় অমলিন...
এই মন দূর নিবাস থাকিতে বুঝিতে হয়নি দেরি
মন নিয়ে খেলায় তুমি এক অমূল্য ধাতু
তোমাকে বানিয়েছে এক আজব কারিগর
তুমি যৌবনকালে কমলে কামিনী
মধ্য বয়সে এক পালতোলা সঙ্গিনী
বৃদ্ধ বয়সে ভালোবাসার কাঙ্গালী
যত্ন করে হয়ে থাক মোর সেবিকা
ভালোবাসার ভরসার জায়গা তুমি
ছায়া হয়ে থাকো মোর  হৃদয়ে লাগি
মহান স্রষ্টার অপূর্ব সৃষ্টি নারী তুমি
সেরা অংশীদার মোর লেখা কবিতা
সর্বপরি তুমি নারী জায়া বা জননী ।