আবার যুদ্ধ হবে,
লগি বৌঠা উঁচিয়ে
তোপের মুখে বন্দুক হাতে
না হয় জন সমুদ্রের জলে
বিজয় লেখা হবে বলে
আবার যুদ্ধ হবে ।

তেল নুন চাল ডাল
দ্রব্য মূল্যের উদ্ধগতির প্রতিবাদে
শোষন বঞ্চনার বিরুদ্ধে
দেশপ্রেমিক জনতার ডাকে
আবার যুদ্ধ হবে ।

দু 'এক পাতি নেতার মৃত্যুতে
এক একটি লাশের গন্ধে
কী আর হবে,কেঁদে মা বাঁচিতে ?
আবার যুদ্ধ হবে ।

দেশ দরদী  যত সব নেতা
কলম  সৈনিকের দল
এক হও এখনই সময় বটে  
স্বার্থান্বেষী বুদ্ধিজীবীরা
মৃত্যুর ফাঁদে পড়লে পড়ুক  
আবার যুদ্ধ হবে ।

জাগিয়ে তোলো হোক কবর থেকে
পুরাতন সব বুদ্ধিজীবী  
শিশু, মুক্তিযোদ্ধা, কৃষক, জেলে-
যাঁরা অন্যয়ের প্রতিবাদ জানে ।
জেগে উঠুক,গর্জে উঠুক
সব নস্টালজির রূখে,
আবার যুদ্ধ হবে ।

প্রতিবাদের ভাষাই  কি হারিয়ে ফেলেছি !  
প্রতিবাদেরই রূখে, নানা কূট ষড়যন্ত্রের জালে,
এ দেশের বুকে জন্মিয়েছি  মাগো
তাই ফাঁসির মঞ্চে হাসতে জানি
আবার যুদ্ধ হবে ।

মুক্তি পাগল জনতার দাবি
বাস্তবায়ন দেখতে চাই  
চা শ্রমিকদের অনাহারের
কষ্টের জীবন রূখতে চাই
আবার যুদ্ধ হবে ।

স.ম ২৭. ০৮. ২০২২