চোঁখ যেন মনের আয়না ঘর
মনের কথা সব বলে দিতে জানে
চোঁখের টলমল জলের আবরণ
মনের পরিধি ক্রমশ ওজন করে ।
উষ্ণ রৌদ্র হাওয়া, তার ছায়া -
স্পর্শ করে দিতে পারে সুখ দুখের
অতল সাগরে ভাসাতে পারে
দেহ-মন
সহজে মনে প্রশান্তি আনতে পারে
-প্রিয় মানুষের নির্জন
কথোপকথন।
জীবন যেন সাদা বক পাখি,
উড়োহাওয়া
বরফ কণার মতো স্বচ্ছজমাট
জলের পত্র
মুখ খুলে দিলে উড়ে যেতে পারে
সহজে
গলে যেতে পারে সময়ের
ব্যবধানে
হাওয়ায় উড়তে পারে শিশিরবিন্দু
জল
ঝড়ে উড়ে যেতে পারে শৈশব সুখ
স্মৃতি
মিশে যেতে পারে গৌরবোজ্জ্বল
যৌবনের উত্তাপ
মেঘ বৃষ্টি ফোটার মতো এক
একটি জীবন -
অকালে ঝরে যেতে পারে
অবহেলায়।
মহাকালের স্রোতে লীন হতে পারে -
লক্ষ কোটি প্রাণ
মৃত্যুর নদীর স্রোতে বয়ে চলে
জীবন
তবুও পৃথিবী জুড়ে কান্না করবে
কবির স্বপন।