মন ভালো নেই তবুও বলতে পারি ভালো আছি । বুকের ভেতর গেঁথে থাকা  স্তূপীকৃত দহন দুমড়ে মুচড়ে জেগে উঠে । ফুলে ফেঁপে  প্রাণের স্পন্দনে  মনের নিভৃতে স্মরণে নতুন করে আলিঙ্গনে ডাকে ।