পেয়ে তোমায় কাছে এক যুগ পরে  
মূল্যায়ন করিনি, ভালোবাসেনি
তার কথা বাদ দাও  
আসলে সে তোমায় ভালোবাসেনি ।
তার কাছে  দাম পাবে না তুমি ।  
মূল্যায়ন  তোমার ?
কোনোদিন হবে না  !
সে কথা সত্য বলেই জানো
মিথ্যা বলতে জানি না আমি ।

তার কাছে কোনো কাকুতি মিনতির ঠাঁই নাই
তার হাত ধরে, পায়ে পড়ে ও লাভ নাই ভাই  
ভুলে ও সে  কোনোদিন বলবে না
কেমন আছিস ভাই কিম্বা বন্ধু ?
ভালো চোখে  সে দেখবে না  
তার লেখার সাথে নেই
ব্যবহার সেমিকোলন, বিন্দু
তার সাথে কখনো মিলবে না
তোমার  নিজের ভাবনার সিন্ধু  ।

বন্ধ রাখে সে উপহারের দরজা
রাখবে না প্রেম,ভালোবাসার ভরসা  
উপহারটুকুও গ্রহণ করবে না
চোখ বন্ধ করে  ভাববে না ,
তোমার মতো দূরভাগার নাম !

স্বীকৃতি দিবে না  
মূল্যায়ন করবে না
কোনোদিন তোমার,
স্বমহিমায় জাগিবার কথা
তাই বার বার ভাবো,
নিন্দুকের কথায় কান দিবে না  
কথায়  কথায় তর্ক করবে না ।

যারা পিছু ঠেলে, মনে রাখবে
তারা পিছনের সারিতে থাকবে  
সামনে শুধু  প্রশংসা করে ওরাই
যারা পেছন থেকে  করে নিন্দাই ।

কিছু লোক এমন ও আছে
তোমার প্রশংসা করে না কাছে ।
  
  
নিন্দুকরা এমনই হয় বটে
যাহা রটে তাহা তো বটে ।  

জীবনের কৃতিত্ব দিতে হয় নিজের
কষ্টের কথা শুনা পাশে থাকা মানুষের ।