মেঘ বৃষ্টি ঝড়ের দিন
পুকুর পারে মেছুয়ার দিন ।
কি আনন্দ ছুটছে সব
পুঁটি মাছ মরছে সব ।

ঘোলা পানিতে ডুবে  
মাছ ধরতে না নামি ।
পুঁটি মাছ দেই ফেলে
রুই কাতল না ছাড়ি।

পুঁটি মাছ না তুলি
বড় বড় মাছ ধরি ।

খলই ঝাকা সব ভরি
ঝর বৃষ্টি বাড়ার দিনই
নদীতে মাছ না ধরি ।