চেয়ে দেখা ছাড়া নাই কিছু
যখন মানুষ নিয়ে ভাবি
মানুষ এমন কেন ?
দুই হাত সামনে দুই কান পিছু
দুই চোখ মুখ নিয়ে ভাবি
আছে কপাল শুধু একটাই
আপাদ মস্তক মিলে একটিই
কি অদ্ভুত একটা প্রাণী !
মানুষ এমন কেন?
চলনে,বলনে,কথনে
কারও সঙ্গে কারো মিল নেই
চেহারার মিল নেই
ভাবার মিল নেই
বাকিটুকু জানি
অবকাশ কথায়?
মানুষ এমন কেন?
জানতে ,বুঝতে পারা
বহুকাল লেগে যায় !
তবু্ও মানুষ চেনা হয়ে ওঠে না
বংশের পরিচয় ,সে দূরের কথা ?
এখন মানুষ নিজের ক্রেডিট নিতেই ব্যস্ত
দোষের ভাগ নিতে চায় না কেউই ?
নাম, পরিচয় দিয়ে চিৎকার করা
বংশ গৌরব ঢোলে পিটিয়ে প্রচার করা -
এসব মানুষের অর্থহীন ছাড়া কিছুই না
যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে না পারে ?
জ্ঞান আহরণে ব্যবহারিক পরীক্ষার তফাৎ
যখন ধরা পড়ে নানান কাজে
তখনই সে সমীহ করে, মানে,
অন্যের মতামতকে গুরুত্ব দেয় ।
মানুষ এমন কেন ?
নেই চিন্তা,চেতনা, আদর্শ ,ধর্মের মিল
এক ভাবে এক জিনিস দেখে না ,
মেনেও নেয় না সবাই .,
মানুষ এমন কেন ?
তারিখ ২৩.০৯.২০২২