এক খাঁচা বন্দী পাখির কথা বলছি
যে হাজারো খাঁচা বন্দী পাখির কথা বলে ।
এক জীবন্ত সামুদ্রিক মাছের কথা বলছি
যে হাজারো জীবন্ত মাছের  প্রতিনিধিত্ব করে ।

এক উড়ন্ত জ্বলজ্যান্ত দানবের কথা বলছি
যে মৎস্যন্যায়ের  ন্যায় উদ্দামে চলে ।  
এক হিংস্র হায়েনার কথা বলছি
যে খাদ্য অখাদ্য সব গিলে ফেলে ।

এক স্বপ্ন বিভোর ফেরারী যুবকের কথা বলছি
যে আর্তনাদ করে বেকার যুবকের কথা বলে ।
এক বিদেশি বিশ্বাস্ত কুকুরের কথা বলছি
যে অবিশ্বাস্য কাহিনি শুনে সব বিশ্বাস করে ।

হায়রে মা, আজ তুমি কেমন আছ ?    
জীবন দাও ফিরে,  জীবন নিয়ে বাঁচি ।  
সুউচ্চ অট্টালিকা বাড়ি গাড়ি চাই না ।

এক ভিজা বিড়ালের ইতিহাস বলছি
এক মৃত্যুজয়ী জন্মভূমির কথা বলছি
যে জন্মভূমি তার সন্তানেরে চায় দুধে ভাতে ।

প্রতিবেশী এক বিড়ালের কথা বলছি
বনের রাজা সিংহ যারে খুব ভালোবাসে ।  
এই বিড়ালের  গলায় ঘন্টা পরাবে কে ?  

মৃত্যুর ফাঁদে প্রতিটি আত্মা যেখানে কাঁদে।  
শিশু জন্মাধিকারে কাঁদে, কাঁদে তার মা !  
বিশ্ব মানবিকতা আজ কোথায় অবশিষ্টে  ?  

জন্ম ভূমি দখলে কারা ধ্বংসজঙ্গ চালায় -
মাট্যার, রাইফেল, বন্ধুক, মেশিনগান দিয়ে  
হারাতে দেব না সহজে মোরা দেশের সম্মান ।

কোথায় মা তুমি, রক্ষা কর তাঁরে  
তোমার দেশ, তোমার ধর্ম, তুমিই রক্ষা কর ।
নিজ ভূমি দখলে নিতে সন্ধি করে কে ?  

এক অসম প্রেতাত্মার ভর, মানবে না কেউ
বিবেক বুদ্ধি দংশন করেছে কি ওদের ?  
লোহিত সাগর  ধেয়ে আসছে সংকেত ।
  
জীবন বাঁচাতে ঘন্টা সাইরেন বাঁজে  
নতুন  শুরু যার,  শেষ নাগাদ কবে ?  

স্থান : জোড় গাছা  ২৭.১২.২০২৩