জীবনের পাতায় পাতায় যার নাম লেখা
জীবনের গল্পের ভুবন যার মন রেখা
দুঃখী মা জননী তুমি আমারি
আমায় দূরে ঠেলে দিতে পার না
এমন দুঃসাহস দেখাতে পার না
মা জননী তুমি আমারি ।
পৃথিবীর নিঃশ্বাস পাবার মাধ্যম তুমি
পৃথিবীর আলো পাবার অবলম্বন তুমি
তুমি মনে ঢেলে দাও ভালোবাসা মায়া
তুমি প্রাণে জেগে দাও প্রেরণা ছাঁয়া ।
চোখের জল মুছে দাও দুঃখ পেলে
স্নেহে স্নেহে রাখো পরশে আঁচলে বেঁধে ।
জানাই কোটি শ্রদ্ধা -সম্মান তোমাকে ।
যেদিন পৃথিবীর মানুষ কাদবে না কেউ
সেদিন ঐ চোখ ভিন্ন কাদবে না কেউ ।
তোমার বিকল্প কোনো তুলনা হয় না
নদীর সাাথে তুলনা সমুদ্রের হয় না
হীরার সাথে তুলনা স্বর্ণের হয় না
তুমি নিজেই নিজের তুলনা ।
পৃথিবীর মাঝে খুঁজি তোমার মতো
এতো আপন করে কাউকে পাই না ।