ত্রিশ
লাখ শহীদের রক্তের প্রতিদানে
সহস্র
স্বজন হারা স্মৃতি বুকে রেখে
তাঁহাদের -ই স্মরণে মনে পড়ে
কত কথা
কী বেদনা
বিষে, ভুলি কি করে, হে স্বাধীনতা
চোখ
ছলছল জ্বলে শোকের নদী কাঁদে
বর্বর
জালেমদের নৃশংস হত্যার দায়ে ।
কথাগুলি
খুব শোকের যেন গলা চেপে ধরে
নিস্পৃহ
কন্ঠে সমবেদনা তাঁদের স্মৃতি স্মরণে ।
যেখানেই লাল সবুজ পতাকা দেখি
স্বাধীনতার গান শুনি সেখানেই থমকে যাই ।
তবে কি ঐ লাল সবুজ পতাকা
আজ আমার ভাইয়ের চেতনার
রই? আমার কথাগুলি বলতে গেলে
আগে তাঁদের কথাই মনে
পড়ে ।
১৬ ডিসেম্বর, ২০০৮