আমার কথাগুলো বলতে দাওনি
অব্যক্ত কথাগুলো মন দিয়ে শুন নি।
তুমি আমার ভালোবাসা পেতে চাও
আমার ভালোবাসা হীন হৃদয় টা দেখনি ।
তুমি আমার কষ্ট কে স্বীকার কর নাও
আমার কষ্টের অংশীদার হতে চাও নি ।
তুমি শুধু তোমার মতো করে থাকতে চাও
আমার মতো করে থাকতে চাও নি ।
তুমি মুখের কথায় ভালোবাসো দাও
কাজের বেলায় হিসাবে আমাকে রাখনি ।