আর কত কাল কবিরা  থাকবে অসম্মানের পাত্র
দুঃখ কষ্টে  জীবন যাপন করবে  প্রত্যহ দিন রাত্র ।  

সমাজ কে ভালোবেসে  চিন্তা করে লেখেন খুব
ভালো
সেই  কথা  গুরুত্ব না দিলে কেউ , বাড়ে  অশান্তি - কালো ।