বাঁধা নেই, আসতে পার পড়ন্ত বিকেল -সন্ধ্যায়
হে প্রিয়তমা আমার ।
রজনীগন্ধা গোলাপের সমারোহে নতুন সাজে
নিমন্ত্রণে এসো প্রিয় , এক বিকেল হাওয়ায় ।
দু 'হাত ভিজায়ে দেব এক মুঠো রোদে
পৌষের পিঠা উৎসব স্মৃতি স্মরণে,
হে প্রিয়জন আমার ।
তুমি আসতে পার কোনো একদিন
একসপ্তাহ, মাস খানেক পরে ।
চোখ তোমার মুখের ভাষা না বুঝে বুঝুক
তুমি আসতে পার এক বছর পরে ,
বছর গড়িয়ে বছর, এক যুগ পরে ।
স্মৃতির সন্ধানে নতুন কোনো খোঁজে
সব অভিমান, মনো-মালিন্য গুড়ে ।