মোর জীবনের প্রতি খেয়াল রেখো প্রিয়
দিনশেষে একবার যদি খারাপ লাগেই
মনের কথা বলো, আড়াল না করো
মোর সাথে কথা বলো ।

তোমার সহনশীল ভালোবাসা পেতে আমি
রেখেছি মোর জানালা খোলা
তুমি এসো মোর হৃদয়ে খবর বলতে  
পুরানো জালে না ফেলো, নব জীবন
বার্তা নিয়ে এসো ।  

শুধু মোরে ভালোবাসা না দাও
আজ দেশের সব মানুষের জন্যে
তরুণের পদচারণা কে সহ্য কর নাও
কিছু ভুল ত্রুটি শুধরে দেওয়ার জন্যে ।