জীবন কে বলছি,ক্যান তুই চিবুকের কাছে
এসে হেরে যাস। আসল নকলের ভিড়ে ,
আসল চিনিস না। আমায় একা রেখে চলে
যাস, চেনা মানুষ বড় অচেনা করে তুলিস ।
এই প্রাণের স্পন্দনে হাত না বাড়াস ।
বিপদে ফেলে রাখিস, অবহেলায় দেখিস । ভালোবাসার মোহে জড়িয়ে পড়েও কাঁদাস ।
শুধু চিবুকের কাছে এসে ঘুরে দাঁড়াস ।
কে আপন কেবা তোর পর একবার নয়,
শত বারেও ভাবিস না । আমার কথা ভাবিতে সময়ের দিকে তাঁকাস । চিবুকের কাছে এসে সময়ের দাবি ফুরাস । প্রাণের মানুষের কাছে সময়ের অযুহাত না করিস । দহরম মহরমে গড়ে উঠে প্রাণে প্রাণ, একত্রে মনের কথাগুলো বলিস ।
খুত অখুত না বাচিস,অন্যের দোষ বলিস ।
তখন বড়ই প্রশান্তি আর তৃপ্তির ঢেকুস তুলিস ।
সে তোর কোনোদিন বড় আপন হয়ে ওঠবে না ।
সে তার চিনা চিবুকের কাছেই ফিরবে ।
তাই যে চিবুকের সন্ধান পেয়েছে, তাকে
তার কাছেই থাকতে দে। মুক্ত হ, দূর হ ,
তার কাছে থেকে। যদি কিছু দেস
তাকে,তাও মুক্ত মনেই ।
অন্যের জীবনের ঘালি না টান আপাত ।
নিজের জীবন প্রস্তুত কর ,গড়ে তুল আগে ।
বিপদে কে আসবে, কে না আসবে ,
আগে তা কড়া গন্ডায় হিসাবে রাখ ।
যদি বেশি পাছ তা ভাগ্য বলে মানিস ।
জীবনের মূল্য তাকেই দেস, যে তোকে
প্রকৃত মূল্য দেয়। কারণ অন্যের ঘানি
টানতে টানতে আমি আজ ক্লান্ত, খুবই অসহায় !
স্থান: ধারাবর্ষা চর ২০. ১০.২০২২