তোমায় আপন করে কাছে নিবে কে
তোমায় হেলায় পর করে দিবে কে
সময়ে, অসময়ে পারবে সব বুঝতে
জীবন চলার পথে গতি,ছন্দ খুঁজতে  ।

কে তোমায় ভালোবাসে মনে প্রাণে
কে তোমায়  টেরা চোঁখে খোঁজে ঘ্রাণে  
বুঝতে পারবে সব কাজে, সবখানে  ।

মনের কথা, খেলায়  হও যদি অগ্রসর
ধূলা মাখা হবে তোমার চরণে আসর  ।
হাসি দিয়ে  দিতে পারো  কিছু কথা উড়ে  
শত্রু তোমার  কম হবে  রইবে মন জুড়ে ।  

নিরাপদ, সম্মানের  সাথে সারা জীবনে  
সংসার অভিজ্ঞতায় থাকবে ভালো ভুবনে ।