কে তোমাকে মনে রাখবে স্মরণে নির্মিতি
কত না নদী সরোবর চিরঞ্জীব পরিমিতি
বয়ে চলে, ছুটে চলে অবিরাম নিরবধি,
সাহিত্য ভুবনে নজরুল, সুকান্ত, রবীন্দ্রপ্রীতি ।
কে তোমাকে মনে রাখবে কোলে কাঁকালে
ভোরবেলার শিশিরে ভেজা সূর্যের আলো  
যতখানি মুখ তোলে, জুড়ে মন বসতি ।

তুমি শুনে থাকতে পার ইতিহাসের পাতায়
কোনো এক বীর মুক্তিযোদ্ধার নাম
পলাশী সেক্টর কমান্ডারের নাম  
অবিভক্ত ভারত বর্ষের নাম
বীরভূমির  কৃষ্টি -সংস্কৃতি নাম  
সভ্যতার শিকড়গড়া  ধরাধাম ।
কে করতে পারে ধূলিসাৎ নরাধম ?

সত্য সংঘটিত ইতিহাসের সব খাতায়
অতীত স্মরণে ছুটে যেত পার প্রথায় ।
লেখিত ইতিহাসের বাস্তবতায় বইয়ের নাম  
হবে না ধ্বংস সাধন এই পৃথিবী জুড়ায় ।
পৃথিবীর মানচিত্রে থাকবে যতদিন নাম
ততদিন মুছবে না  তাঁর সেই নাম -ধাম ।

হে বৎস, তুমি সেই ইতিহাসের উত্তরসূরী  
তোমার বরণ করা হবে না নতুন ঘুড়ি
একাত্তরের মুক্তিযুদ্ধে ছিলে না তুমি
তোমার নয়নমণি চোখ আজ কি ঘুমি ?
গৌরবান্বিত পিতৃভূমির রাখনি খবরে ।

সাতচল্লিশ ধরে একাত্তরে নতুন বাংলাদেশ  
কে তোমাকে মনে রাখবে অনাদি যুদ্ধোত্তরে ?
রাইফেল মেশিনগ্যান, বন্দুক তরোয়ারে
রাজনীতির মাঠে যুগ থেকে যুগান্তরে
রাজনীতির উপর  কি কবি
থাকেন আসেন পেতে ?
না নামগন্ধহীন কবির দখলে?
আজ সাহিত্য  অঙ্গন পরিপূর্ণ প্রাতে  

কে তোমাকে মনে রাখবে শিশু উদ্যান কর্মসূচি ঘিরে     আজ কেন তেলবাজি চামচামি হলদে রং না ধরে
সাহিত্যে রসায়ন আসে না প্রকৃত কবির ভিড়ে,    
দলবাজি মেতে সত্যিকার কবি হয়ে ওঠে না ।
সুন্দর প্রকৃতি প্রশান্তি খোঁজে, খোঁজে পায় না।

সেদিন তো এমন হাওয়া ভাসিয়ে দেয়নি এই বুক
মুখে এক কবি নজরুল, সুকান্ত,  মধুসূদন যুগ
আজ নেই সেই সব কবি,কবির  বিরুদ্ধে থাকা কবি, বিলবোর্ড জুড়ে দেখি রাজনীতির মাঠে কবির ছবি ।
আড্ডাবাজি, গাল গপ্পে ভরে উঠে পত্রিকার পাতা
ছড়া ছাপানো কথা বলে ছাপানো হচ্ছে কবিতা,
লেখা ছাপানোর নামে চলে টাল বাহনা গড়িমসি  অনেক প্রকাশক আছেন ম্যাগাজিন,বই করেন
টাকা ছাড়া বই করেন না,  করেন দরকষাকষি
সমঝদার গুণী কবি কিভাবে গড়বেন তাঁরা ?  

সময়ে পাল্টে গেছে কত প্রকাশনীর নাম
ভুঁইফোঁড় প্রকাশনীর আর্বিভাবে নেই দাম
পুরাতন ঐতিহ্যধারার সাহিত্য সুহৃদদের ঘাম ।
আজ রাজনীতি চলে গেছে বিত্তবানের হাতে । পারিবারিক ঐতিহ্য গড়া রাজনৈতিক নেতাদের
তেমন শক্ত অবস্থান নেই, নেই বিবেকবান মস্তকে ।  সাধারণ মানুষের কথা কি বলি, সবই হবি ভুল
ভুলের দীক্ষা পেয়েছে তারা বিগত নির্বাচনের মাঠে ।

ভোটে দাঁড়াতে হবে না, ভোটে জিতা লাগবে
ভোট দেওয়া লাগবে না,  ভর্তি ব্যালট লাগবে ।  
নির্বাচনের জিতাতে সরকারী দল জাগবে যখন  
দোকানে চা মুখে কে তোমার কথার মূল্য দিবে ?
কী একটা অবস্থা  এই দেশে এখন আর তখন ।