আমি এক কঙ্কাল !
ঈশ্বরের সর্বনাম প্রনাম জানাই
মাটির উপরে এই পৃথিবীর মসজিদে মন্দিরে
তাঁর নামে আরোধনা করি,
আমি এক কঙ্কাল !
আমার দেহ আত্মা
উদ্ভব ঘোড়ার মতোই বহমান
সেই প্রাণে সঞ্চিত করি
কালিমা, কালাম-
নামাজ, তসবীর জয়গান ।
আমি এক কঙ্কাল !
পৃথিবীর মায়ায় পড়ে আছি
ন্যায় অন্যায় বুঝেও মানি না ।
অর্থ সম্পদের মোহে সব ভুলে থাকি
ঈশ্বর পুর একদিন যেতেই হবে
রাতের আঁধারে একবার ভাবি না ।
আমি এক কঙ্কাল!
এই দেহ,বাহু শক্তির বড়াই করি
কবর, হাশর,পুলসিরাতের কথা ভাবি না,
আমি এক কঙ্কাল !
সৃষ্টিজগত দেখেও বুঝি না
কুরআন, হাদিস বুঝে ও বুঝি না
সৃষ্টির হকের তোয়াক্কা করি না
মানুষের হক নষ্ট করে জীবন চলি
পিতা মাতার আদেশ মানি না,
তাঁদের শ্রূসেবা করি না
অর্থ -সম্পদের পরিমাণ বাড়াতে
প্রতিযোগিতা করি দিন রাত,
অক্লান্ত পরিশ্রম করি ।
আমি এক কঙ্কাল !
এই সুন্দর ধরনী,ধ্বনিরূপ প্রকৃতির
আলো,বাতাস পেয়েও ভুলে থাকি,
এক অকৃতজ্ঞ পাপিষ্ঠ বান্দা আমি ।
তোমার প্রশংসা, শুকরিয়া আদায় করি না ।
আমি তাই এক কঙ্কাল, ঈশ্বর পুর চিনি না ।
০১.১০.২০২২