লেখায় তোমার ঐ মন না ভরে
ভরবে কিসে বলো?
মুখের কথা বলতে না পেরে
তেলেগুণে জ্বলো ।

তোমার আসরে লিখতে গিয়ে
মোর কালি হলো শেষ ।
কত সুন্দর সাজিয়ে লিখলে
থাকব ভালো—বেশ ।

স্বপ্ন মোর দেয় দোলা সদা
হবো সেরা কবি ,
দিন যে শেষে সনদ পায় দেখি
চেনা কবি সবি ।

শব্দ গাঁথি, ছন্দ রচি ,
ভাবের মালা বুনি ,
তারপরও কি বলবে আমায়—
ছন্দ লেখা না জানি ?  

ছন্দ চলে নিয়ম তালে ,
আঁকি নানা ছবি ,
পাবো কখনো তবুও কি জানি
কবির মুখচ্ছবি ?

কালি ফুরিয়ে কলম থামে ,
কাজ তো এখনো বাকি ,
নিখুঁত ছন্দে লিখেই যাব
একদিন আমি হবো কবি ।
                 ★