কবিতা জীবনের কথা বলে, আর বয়ে চলে
কবিতা নদ -নদী, পাখির কথা বলে
কবিতা সুখ দুঃখ হাসির কথা বলে
কবিতা অবুঝ শিশুর কান্নার কথা বলে
কবিতা অসহায় মায়ের শোকের কথা বলে
কবিতা মা, মাটি, মানুষের কথা বলে
কবিতা সহস্রাধিক বছরের ইতিহাস বলে
কবিতা আদিম অধিবাসীর ধর্মের কথা বলে
কবিতা জীবিত মৃত মানুষের কথা বলে
কবিতা মহাকাব্যিক মানুষের কথা বলে
কবিতা দেশ দেশান্তরের কথা বলে
কবিতা খবরের কাগজের কথা বলে
কবিতা নর নারীর প্রেমের কথা বলে
কবিতা নর নারীর অসম প্রেমের কথা বলে
কবিতা পুরুষ শাসনের কথা বলে
কবিতা নারীর মতামতের কথা বলে
কবিতা পশু খাদ্য উৎপাদনের কথা বলে
কবিতা মানুষের খাদ্য উৎপাদনের কথা বলে
কবিতা বৃক্ষ, তৃণলতাদির কথা বলে
কবিতা সবুজ শ্যামল প্রকৃতির কথা বলে
কবিতা আকাশ বাতাসের কথা বলে
কবিতা পূর্ব পশ্চিমের কথা বলে
কবিতা উত্তর দক্ষিণের কথা বলে
কবিতা রাজনীতি, গল্পের কথা বলে
কবিতা, উপন্যাস, আত্মজীবনীর কথা বলে
কবিতা গৃহস্থলি কাজের কথা বলে
কবিতা রান্না-বান্নার কথা বলে
কবিতা হিংস্র হায়েনার কথা বলে
কবিতা বনের রাজা হিংসের কথা বলে
কবিতা ভোরবেলার আলোর কথা বলে
কবিতা রাতের অন্ধকারের কথা বলে
কবিতা ষড়ঋতুর কথা বলে
কবিতা গ্রীষ্মের দুপুর বেলার কথা বলে
কবিতা শীতের শৈত প্রবাহের কথা বলে
কবিতা চন্দ্রালোকের আর্তির কথা বলে
কবিতা রূপকথা ছন্দের কথা বলে
কবিতা সেটেলাইটের কথা বলে
কবিতা পাহাড় পর্বতের কথা বলে
কবিতা এভারেস্টের শীর্ষের কথা বলে
কবিতা মহাকাশযানের কথা বলে
কবিতা সমুদ্র জলের কথা বলে
কবিতা সমুদ্রাভিযানে বিপদের কথা বলে
কবিতা যুদ্ধের সময়ের কথা বলে
কবিতা যুদ্ধের ময়দানের কথা বলে
কবিতা যুদ্ধের শত্রুর কথা বলে
কবিতা যুদ্ধের মিত্রের কথা বলে
কবিতা যুদ্ধের পরাজয়ের কথা বলে
কবিতা যুদ্ধের বিজয়ের কথা বলে
কবিতা যুদ্ধবন্ধী পুরুষের কথা বলে
কবিতা যুদ্ধবন্ধী নারীর কথা বলে
কবিতা গ্রাম্য জনপদের কথা বলে
কবিতা শহরের বন্দী জীবনের কথা বলে
কবিতা গণহত্যার কথা বলে
কবিতা গুপ্তহত্যার কথা বলে
কবিতা রাজকীয় জীবনের কথা বলে
কবিতা রাজবন্দিদের কথা বলে
কবিতা দাস দাসী জীবনের কথা বলে
কবিতা হরতাল অবরোধের কথা বলে
কবিতা মিছিল মিটিংয়ের কথা বলে
কবিতা সংবিধানের কথা বলে
কবিতা গনতন্ত্রের কথা বলে
কবিতা সমাজতন্ত্রের কথা বলে
কবিতা ফাঁসির মঞ্চের কথা বলে
কবিতা গণজাগরণ মঞ্চের কথা বলে
কবিতা শাপলা চ্বতরে হত্যার কথা বলে
কবিতা ট্রাইবুনাল হত্যার কথা বলে
কবিতা মিডিয়া হত্যার কথা বলে
কবিতা বিডিয়ার হত্যার কথা বলে
কবিতা ফেলানী মৃত্যুর কথা বলে
কবিতা রইস উদ্দিন হত্যার কথা বলে
কবিতা আবরার ফাহাদ হত্যার কথা বলে
কবিতা রিফাত হত্যার কথা বলে
কবিতা নুসরাত, তনু হত্যার কথা বলে
কবিতা বিডিআর বিএস এফের যুদ্ধের কথা বলে
কবিতা সীমান্ত সুরক্ষার কথা বলে
কবিতা বাজার সিন্ডিকেটের কথা বলে
কবিতা দ্রব্যমূল্যের উর্ধগতি কথা বলে
কবিতা ভারত পণ্যের বয়কটের কথা বলে
কবিতা দেশীয় পণ্যের ব্যবহারের কথা বলে
কবিতা নদীর পানির হিস্যার কথা বলে
কবিতা পদ্মার ইলিশের কথা বলে
কবিতা শ্রমিকের অধিকারের কথা বলে
কবিতা দিনমজুর চাষাদের কথা বলে
কবিতা ইসলাম ধর্মের কথা বলে
কবিতা মুসলিমদের জীবনাচার কথা তুলে ধরে
কবিতা সনাতন ধর্মের কথা বলে
কবিতা সনাতনীদের জীবনাচার তুলে ধরে
কবিতা অন্যন্য ধর্মের কথা বলে
কবিতা জাত পাত সবার কথা বলে
কবিতা আগন্তুক জনগোষ্ঠীর কথা বলে
কবিতা রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা বলে
কবিতা দুর্ভিক্ষের কথা বলে
কবিতা মন্বন্তরের কথা বলে
কবিতা হিজল নারীর কথা বলে
কবিতা বস্তির নারীর কথা বলে
কবিতা নারী ধর্ষণের কথা বলে
কবিতা নারী অধিকারের কথা বলে
কবিতা পাচারকারী চক্রের কথা বলে
কবিতা শিশু পাচার, হত্যার কথা বলে
কবিতা দুর্নীতি দমনের কথা বলে
কবিতা আইনের শাসনের কথা
কবিতা শেয়ার বাজারের কথা
কবিতা ব্যাংক ডাকাতির কথা বলে
কবিতা হলমার্ক কেলেঙ্কারির কথা বলে
কবিতা কেসিনো ফাঁদের কথা বলে
কবিতা সুইস ব্যাংকের কথা বলে
কবিতা পানামা পেপারের কথা বলে
কবিতা হাওয়া ভবনের কথা বলে
কবিতা আয়না ঘরের কথা বলে
কবিতা গ্রেনেড হামলার কথা বলে
কবিতা ২১ আগস্ট হামলার কথা বলে
কবিতা বিদেশে বেগম পারার কথা বলে
কবিতা বিদেশে টাকা পাচারের কথা বলে
কবিতা করোনা ভ্যাকসিনের কথা বলে
কবিতা সাবরিন কান্ডের কথা বলে
কবিতা শাহেদ কান্ডের কথা বলে
কবিতা মুচলেকা শর্তের কথা বলে
কবিতা এক এগারোর কথা বলে
কবিতা সেনা শাসনের কথা বলে
কবিতা নব্বুইয়ের শাসনের কথা বলে
কবিতা স্বৈরশাসনের কথা বলে
কবিতা হ্যাঁ না ভোটের কথা বলে
কবিতা রাতের ভোটের কথা বলে
কবিতা ব্যালটে সিল মারার কথা বলে
কবিতা বিচার বহির্ভূত হত্যার কথা বলে
কবিতা বাকশাল শাসনের কথা বলে
কবিতা ১৫ আগস্টের কথা বলে
কবিতা চার নেতার হত্যার কথা বলে
কবিতা মুক্তি যুদ্ধের কথা বলে
কবিতা বুদ্ধিজীবী হত্যার কথা বলে
কবিতা ৭১' গণহত্যার কথা বলে
কবিতা সাংবাদিক হত্যার কথা বলে
কবিতা সাগর রুনির হত্যার কথা বলে
কবিতা '২৪' এর গণবিপ্লবের কথা বলে
কবিতা বাংলাদেশ রাষ্ট্রের জন্মকথা বলে ।