কবিতার বাইনে
ভাইসে যাক কবিতার ভুবন

কবিতার বাইনে
ভাইসে যাক  কবি ও তাঁর গুরু

কবিতার বাইনে
ভাইসে যাক কবির বিরুদ্ধে থাকা কবিও ।

কবিতার বাইনে
ভাইসে যাক তাঁর সব প্রেতাত্মারা !
যারা অন্যয়ের বিরুদ্ধে আপোষহীন বোদ্ধা
শ্রেণি বৈষম্যে কলমের খোঁচায় আঁকেন
মাতৃভূমি, ভাষা,কৃষক, শ্রমিকদের দাহ !
রুখে দাঁড়ান, দেয়, সব ষড়যন্ত্রের নক্সা  ।

কবিতার বাইনে
ভাইসে যাক কবিবর শামসুল হক
যার সব্যসাচী হাতের রঙিন কর্ষণে
কবিতা, নাটক গল্প পেল মহাপ্রাণ ।

কবিতার বাইনে
ভাইসে যাক  স্বাধীনতার কবি শামশুর রাহমান ।
যারা মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার ছবি আঁকতে পারঙ্গম ।

কবিতার বাইনে
যাক এক ঝাঁক তরুণের মুখ
যাঁদের স্পর্শে কবিতার অঙ্গন ছুটক
আলোময়তায় নোতনত্বে সারা বিশ্বে ।

কবিতার বাইনে
যাক  প্রেমিক, বিদ্রোহী  কবি  নজরুল
যার প্রেম আর বিদ্রোহের অগ্নি শিখায়
চিরন্তন সাম্রাজ্যের স্থপতি ধ্বংস হোক ।

কবিতার বাইনে
ভাইসে যাক ভোরের কবি বিহারী
যার কন্ঠে কবিতা পেল নব প্রাণ সঞ্চার ।

কবিতার বাইনে
ভাইসে যাক রাত জাগা কবি মদনমোহন
যার স্পর্শে গীতি কবিতার আসরে জয়গান ধ্বনি ।

কবিতার বাইনে
ভাইসে যাক শয্যাশায়ী নারী
যার শরীর চুম্বন ও স্পর্শে কবি আল মাহমুদ ।  

কবিতার বাইনে
ভাইসে যাক  বারাঙ্গনা, শর্মিলার শাড়িও
যার আধুনিককতার স্পর্শে কবি মধুসূদন দত্ত ।

কবিতার বাইনে
ভাইসে যাক সেই সব অজানা অপরিচিত কবি
হোটেলে, বাজারে,  রাস্তার মোড়ে  
যারা নৃত্য তোলে । পালা গানের আসরে
বাঁশির সুরে মাতাল করে ।

ফানুস  ফুটুক না সব বন্ধ তালায় ।
নিষিদ্ধ করে  দেয়া হবে কি
ওঁদের  কবিতা,গান, আবৃত্তি ?  

(স্থান : ধারাবর্ষা,  ১০.০৯.২০২২)