আমি তো বিশ্বের দিকে তাকাই
বিশ্বমঞ্চে শুনি জুলাই বিপ্লবের কবিতা ।
সাহসী বীর ভাইদের কিংবদন্তীর ইতিহাস শুনি
নতুন করে ঘুরে দাড়াবার কথা শুনি
নতুন বিপ্লবের বাংলাদেশ দেখি ।

আমি তো বিশ্বের দিকে তাকাই
বিশ্বে মঞ্চে শুনি জুলাই বিপ্লবের কবিতা । আন্দোলনকারী আহত নারী পুরুষের গল্প শুনি
নারী পুরুষদের জীবন উৎসর্গ কথা শুনি
শোকার্থ মায়ের বুক ভরা আর্তনাদ শুনি ।

হাজারো মায়ের প্রতিবাদ গর্জন শুনি  
সন্তানহারা মা -বাবার  মিছিলে  
শরিক হবার গল্প শুনি

অসহায় শিশুর কান্না মাখা কন্ঠ শুনি
নতুন করে হাসি ফোটার গল্প শুনি ।  
পঙ্গু জীবন উপহার পেয়ে লাখ লাখ তরুণ  
তরুণীরে  হাসপাতালে কাতরাতে  দেখি ।       ফুটপাতে দুমুঠো ভাতের আশায়      
যুবকের কান্না শুনি ।  

আমি তো বিশ্বের দিকে তাকাই
বিশ্ব মঞ্চে শুনি জুলাই বিপ্লবের কবিতা ।
রক্তের বন্যায় ভেসে গেছে অন্যায়,
তাজা তাজা লাশের স্তূপে নগর সভ্যতা গড়ি । অতন্দ্র  প্রহরী কোকিলেরা তাদের
সন্তানেরে দেয় পাহারা ।
আমি তো বিশ্বের দিকে তাকাই
বিশ্বে মঞ্চে শুনি জুলাই বিপ্লবের কবিতা ।