এক হঠাৎ ঝরা পাতা কে বলেছিলাম,
"তুমি কেন অকালে ঝরে পড়লে ভাই ? "
তোমার তো আলো, বাতাস,পানির অভাব নেই ।
তোমার মা বৃক্ষ বেঁচে আছে সগৌরবে
তোমার তো ঝরার বয়স হয়নি ।
সে বলেছিল কিছু পাতার ভাগ্য
আগে ঝরে পড়া শুরু করে
সজীব পাতা গুলো যেন প্রস্তুতি নেয় ।
ঝরা পাতার মৃত্যু-কান্না কেউ শোনে না,
মাটির বুকে মিশে খয়েরি রঙে,
নতুন কুঁড়ির জন্ম দেয় সে,
নতুন প্রাণের রঙিন ভোরে ।
তাই হে বন্ধু, শোক কোরো না,
ঝরার মাঝেই খোঁজো প্রকৃত সাধনা ।
বৃক্ষই দেবে নতুন পত্রপল্লব -শোভনা,
এই জীবন চলবে অমলিন বাসনায়।"
★★★