একটি  ঝরা পাতা
কখনো গোঁজায় না
নতুন করে মাথা
উঁচু করে  ধরে না ।

পাখির ডাক কে না ভালোবাসে
কিছু পাখির ডাক কেউ শুনে না ।
কত সুন্দর মানুষের দেহগঠন  
অথর্চ কিছু মানুষ তা ভাবে না ।

পাহাড়ে বেড়াতে  হাত ধরে যে হাটে
সাধারণ হাত ধরে হাটা সে বুঝে না ।

কাজের বেলায়  সময়ের অজুহাত দেওয়া
সব সময় অনেকে ভালো চোখে দেখে না ।