কতটা বেদনাবিধুর হলে
মানুষ একা একা পথ চলার চিন্তা করে ।
কতটা অশ্রু গড়ালে চোখে
মানুষ  নির্জন থাকা খুব পছন্দ করে ।
কতটা মেঘ জমলে মনে
মানুষ  মুখ বন্ধ করে সব কিছু সহ্য  করে ।
কতটা  তীক্ত মন হলে
মানুষ সহজ পথ ছেড়ে কঠিন রে গ্রহণ করে ।
কতটা পথ মাড়াই করলে
মানুষ অন্যত্র জীবীকা নির্বাহ করে  ।
কতটা বাস্তব  অভিজ্ঞ  হলে
মানুষ হাসিমুখে সব দুঃখ কে বরণ করে ।  
কতটা  জলজ্যান্ত  প্রমাণ পেলে  
মানুষ পুরাতন কথা ভুলে নতুন বন্দনা করে ।
কতটা মন হৃদয়  দগ্ধ হলে
মানুষ  রক্তের সেই বন্ধনও ছিন্ন করে ।