একটি ভালোবাসার পরিসমাপ্তি থাকা চাই,
ভালোবাসার করুণ আর্তনাদও থাকুক চাই ।
সে ভালোবাসার মাঝে নদীর জোয়ার থাক ,
সে ভালোবাসার মাঝে সমুদ্রের লবনাক্ততা থাক
প্রেম ও ভালোবাসার শৃঙ্খলা যেন পায় আশ্রয় এক ।

তোমার-আমার মাঝের বন্ধুত্বের আহ্বান থাক ,
মন চাদরে মৃদুমন্দ সূর্যোলোকের  ভালোলাগা থাক ।
যে পথিক হাঁটে ক্লান্ত পায়ে ,
যে আরোহী চড়ে রথের গায়ে—
এই দুয়ের মাঝে এক সাম্য থাকুক চাই,
জীবন যেন অশ্বারোহী—হাঁটা সওয়ার না হয় ।

সময়ের বালুচরে আঁকা হোক পথের চিহ্ন,
স্বপ্নগুলো জ্বলুক নক্ষত্রের দীপ্ত আলোয় ।
দুঃখ-সুখ মিলিয়ে সুর বাঁধুক জীবনের গান,
প্রেমের পরশে থাকুক হৃদয়ের মধুর টান ।