জীবন-মৃত্যুর এই সন্ধিক্ষণে ,
চেনা-জানা মানুষ হয় অচেনা ।
কত দেখলাম চোখের সামনে ,
আজ নেই তারা , কোথাও না ।

কত কিছু করি অস্বীকার ,
শুধু মৃত্যুর নিস্তার নাই ।
মৃত্যু হলো চরম সত্য ,
এর চেয়ে সত্য কিছু নাই ।

যাবার কালে ধর্ম , কর্ম ,
থাকবে কেবল তোমার সাথে ।
বাকি সবই যাবে বিফলে ,
ডুবে যাবে সময়ের স্রোতে ।

অর্থ -বিত্ত ,সম্পদ, যশ
সবই মোহের মায়া ।
মৃত্যু এসে ছুঁয়ে দিলে ,
রবে না জীবনের ছায়া ।

সুখের আশায় গড়ি জীবন ,
দুঃখ সঙ্গী হোক না পথের ।
শেষমেশ সব হারিয়ে ,
মাটির ঘরেই শেষ অবসর ।

বন্ধু, স্বজন, আপনজন ,
থাকবে কি কেউ পাশে ?
সময়ের স্রোতে মিলিয়ে যাবে ,
কাঁদবে নয়ন ভেসে ।

শুধু কর্মের ধর্মে থাকবে জনে  
আলোকময় হবে পৃথিবী জুড়ে ।
ভালোবাসায় বাঁচে রে মানুষ ,
নয়তো সবই ভিন্ন, বিসর্জনে ।

তাই তো বলি, পথিক বন্ধু ,
সৎ কর্মে রেখো মন ।
এই জীবনের শেষে তুমি ,
পাবে তারই সন্ধিক্ষণ ।