ছন্দে ছন্দে মন আনন্দ
কবির এই মন ছড়ানন্দ
তাঁতি বুনন তাঁত শিল্প
মিহি সুতায় গাঁথে কবি
এই ছড়া কবিতার গ্যাল্প ।।
ছন্দে ছন্দে মন আনন্দ
সবার দৃষ্টি নজর বান্ধ
কথার ছন্দ মিল বন্ধনে ।
জুড়ে কবির স্ব-চোখ
পাঠকের মন ছুঁয়ে
কথার চেয়ে ছন্দে ।
যত বলি তত ভালো
ছন্দ গাঁথুনি চাই ভালো
অতি যদি হয় তা ভালো
সে ছড়ালেখা খুবই ভালো ।
বাহ, দারুণ, সুন্দর !
কমেন্ট বক্স বন্দর
কমেন্ট ঘর ভরপুর !
তথ্য উপাত্ত যাহা থাক
কোনো দেখাবার বিষয় নয়
সরব পাঠে অংশগ্রহণ
পাঠে শ্রোতারা মোজা নেয় ।
এই হলো আজকে
কবিতার মূল্য ভাই
কবিতা কি তাই
ছড়ায় শোভা পায় ?