কত নির্মোহ দৃষ্টিতে কবিতা লেখলে
কবি হওয়া যায় জানতে ইচ্ছে করে ।
কেমন ইতিহাস, কিংবদন্তি লেখলে
কবি হওয়া যায় জানতে ইচ্ছে করে ।
সমুদ্রের উচ্চতায় কতটুকু উঠলে
কবি হওয়া যায় জানতে ইচ্ছে করে।
পর্বত পাহাড়ের কত উঁচু স্পর্শ করলে
কবি হওয়া যায় জানতে ইচ্ছে করে ।
সাগরে, মহাসাগরে কত নিচে পৌঁছে
কবি হওয়া যায় জানতে ইচ্ছে করে ।
নভোচারীর ন্যায় উর্ধাকাশে গমন করে
নিঁখুতভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করে
চাঁদে অবতরণ করে মানুষ বসতি গড়ে
কবি হওয়া যায় জানতে ইচ্ছে করে ।
কতটা ভালোবেসে সাহিত্য অনুরাগী হয়ে
কবিতা হৃদয়ে ধারণ করে ,লালন করে
কবি হওয়া যায় জানতে ইচ্ছে করে ।