তোমার পথ তৈরি কর তুমি
আমার পথ তৈরি করি আমি
আমি আমার মতো
তুমি তোমার মতো
এভাবে দেখি জীবন কত
চলছে  পথে শত শত
নিজের ভেতর  তৈরি কর
নিজের যত শক্তি বল

তাই বলে কী সৃষ্টি কর্তা
করতে পার  অস্বীকার ?
কে দিল জীবন তোমার  মাঝে
কে দিবে মরণ তোমার তরে  ?

জন্ম মৃত্যু এই খেলা
পৃথিবীর শুরু'ই বেলা
এই খেলার শেষ  নাই  
যে সময়ে কিয়ামত নাই   ।