যদি প্রশ্ন করি আজ
কে বলতে পারবেন ?
আমার ভালোবাসার রং কেমন?
আমার ভালোবাসার রং কি ধূসর ?
আমার ভালোবাসার রং কি রঙিন ?
যদি প্রশ্ন করি আজ
কে বলতে পারবেন?
আমার ভালোবাসার রং কেমন?
না জেনে বলতে অনেকে আছেন ।
আমার ভালোবাসার সৌরভ রং
আমাকে আর সুরভিত করে না।
পাপিষ্ঠ আত্মাগুলোর কালো রং
ভালোবাসায় সুরভিত করে না ।
প্রশ্ন জাগে তবে আজ
কোথায় শুভবুদ্ধি মানুষেরা আছেন
তাঁরা সভ্য হয়ে কি ঘুমিয়ে গেছেন ?