দুই দিনের এই দুনিয়াতে করছ তুমি বড়াই
আড্ডা তামশায় মজে নামাজ পড়ছ না ভাই  
রাখছ না রোজা, পড়ছ না নামাজ বান্দাকূল  
হও সবে খাঁটি মুসলিম, হও ইবাদতে মশগুল ।
পালন কর সিয়াম সাধনা, তাসবীহ কলরব
বান্দা তোমার তবেই মুক্তি, হবে জীবন লাভ ।
ভুলের উর্ধে নয় যে কেহ, ভুল করে মাত্র মানুষ  
তাই বলে কি পবিত্র মাসে শুধরে না অমানুষ ?  
নরপশু,কুলাঙ্গারেরা করছে ছোট্ট শিশু ধর্ষণ
বিবেক কি  করছে না দংশন হতে সংশোধন !
কি বলি ভাই , ভাষা জানা নাই, আছিয়ার তরে
লজ্জা হয়  একসঙ্গে মিলে কেমনে ধর্ষণ করে ।

এক পরিবারের ছেলে, বাবা মিলে ধর্ষণের কথা
প্রথম শুনলো বাংলাদেশ,  হতবাক মোরা সদা ।
ভুলে গেছে  যারা পার্থক্য, ন্যায় -অন্যায়ের কাজ
জীবনে পথে তাদের হচ্ছে সংঘটিত ওসব কুকাজ ।
তাই বলি ভাই এসো দ্বীন কায়েমের বারান্দায় -
খোঁজে পাবে মুক্তি, পাবে প্রশান্তি এই মোহনায় ।

কিসের মায়া, লোভে পড়ে করছ জীবন ধ্বংসন
অট্টালিকা- দালান গড়ে করছ পরকাল ভ্রংশন ।
ইসলাম হলো শান্তিময় ধর্মের এক সুমধুর নাম  
রয়েছে মানুষের এতে দাম ,ঝরাও জীবনের ঘাম ।
এসো হে সব বান্দা, হই একত্রিত একই সামীনায়  
দ্বীন ইসলামের সুবহানাল্লাহর বিস্তৃত এক ছায়ায় ।