🌿দুই দিনের এই দুনিয়াতে করছ তুমি বড়াই ,
আড্ডা-তামাশায় মজে নামাজ পড়ছ না ভাই
।
রাখছ না রোজা, ভুলে গেছ পরকালের ভয় ,
ফিরো দ্বীনের পথে, এসো আল্লাহর ছায়ায় ।
পালন কর সিয়াম-সাধনা, করো জিকির সদা ,
তবেই পাবে মুক্তির পথ, হবে জীবন স্বদা ।
ভুলের ঊর্ধ্বে নয় যে কেহ, মানুষ মাত্র ভোলে ,
তাই বলে কি ফিরবে না তুমি সত্য পথের কোলে ?
অন্যায় যারা করছে, আজও বুঝেনি তারা ,
পাপে আকণ্ঠ ডুবে ভুলে গেছে ন্যায়ধারা ।
বিবেক কি দেয় না তাদের একটুও দংশন ?
ফিরবে কি তারা আলোর পথে হয়ে অনুশোচন ?
পার্থিব মোহ, লোভে পড়ে করছ জীবন ক্ষয় ,
অট্টালিকা গড়তে গিয়ে পরকাল হলো নষ্টময় !
ইসলাম তো শান্তির ধর্ম, জানো কি এর মর্ম ?
মানুষ পায় এতে মর্যাদা, হয় কল্যাণময় ধর্ম ।
এসো হে সব বান্দা, ফিরে আলোর পথে ,
সুবহানাল্লাহ বলো, থাকো নেকির সাথে ।
তবেই মিলবে শান্তি বারতা , হবে জীবন ধন্য
পাপ -পঙ্কিল, কদর্য মুক্ত জীবন হবে পুণ্য ।