হারিয়ে না যাই
আব্দুল কাদের

বাধা বিঘ্ন আর নানা প্রশ্ন উত্তরণে
চ্যালেন্জ মোকাবিলা করার জন্যে
প্রায়শ্চিত্তের সব  শাস্তি পেতে চাই ।
এতে যদি কোনো ভুল করি ভাই
শুধরে দিলে কৃতজ্ঞ থাকব তাই ।

জীবন থেকে নেওয়া কথাগুলো
আর চুপ থাকা নিরব কথাগুলো
আজ সবার সম্মুখে বলতে চাই ।
চিরদিন মিথ্যাকে মিথ্যা বলে
সত্যের জয়গান গাইতে চাই ।

আজি সবে মাথা গজানোর ঠাঁই চাই
হেলায় মোরা যেন কেউ হারিয়ে না যাই ।