ঘোড়ার আত্ম -জীবনী শুনেছেন ভাই ,
সে এক অতি  দ্রুত গামী এক বাহন ।
ছিল মানব প্রজাতির ভরসার অবলম্বন ।
তাই বলে অতীত ইতিহাস অনুসন্ধান ।
যাত্রা পথের ছিল  ভরসার অবলম্বন,
সে মিথের এক প্রতীক স্বস্তিকার নাম ।
রূপকথার গল্পের মতো বীরত্বে দাঁড়িয়ে
লড়াইয়ে বেঁচে থাকে প্রতিযোগিতার ময়দান ।

হারা -জিতার এক অসুর সাহসী নাম
পায়ের পদতলে  ধূলোময়লা ছাপান ।
দুর্দান্ত গতির সওয়ার,আজো আছেন ,
মানুষের জীবন পথের হয়ে চেনা-সাধারণ ।
বিশ্বস্ত সঙ্গী রূপে এক প্রাণীর আবাহন ।

কত কষ্ট করে সে ,মালামাল করে বহন -
মনিবের পথচারী হয়ে গন্তব্যে পৌঁছান  ।  
কি অদ্ভুত দর্শন ! রাতে দাঁড়িয়ে  ঘুমায়
দিনে হন্য হয়ে ছুটে চলে বিশ্রাম কমই পায় ।  
তার কষ্ট দেখে ক'জনের মন নাড়া দেয় ।
কত মনিবের পাষাণ হদয়,টাকার লোভে
মাত্রারিক্ত হাড় ভাঙ্গা পরিশ্রম করে নেয় ।
ঘোড়া সওয়ার হিসাবে নয় তীক্ষ্ণ বুদ্ধিমান  
অনেকটা গাধার মতো খাটুনি খাটে সে  ।
জেদি -রাগী স্বভাব তার , কারণ,অকারণে
করে শোরগোল -আওয়াজ বাড়ির উঠান ।
তাই বলি সন্ধানী মন সবে করো তারে যতন  ।
জাগ্রত বিবেক তাড়িত, মানা হয় না আইন
সত্যিকার অর্থে এমন পশুর নাই মূল্যায়ন ।

বাড়ে কষ্ট তাই, ঘোড়ার জীবন হয়ত এভাবে চলে যাবে
যুগ যুগ ধরে, কিছু মানুষের চোখে ঝরবে অশ্রু- আগুন   ।