হে প্রিয় নারী, তরুণ প্রজন্মের
সন্তানেরা কে কোথায় আছ ?
নিরব কেন এসো দল বেঁধে
এই আসরে প্রতি হর্ষে ।
আজ রণাঙ্গনের ডাকে
গাইতে হবে গান
আজ রণাঙ্গনের ডাকে
গাইতে হবে কবিতা আবৃত্তি
মুক্ত ভোরের হাওয়ায় ভাসিয়ে উত্তরীয়
লাল সবুজ পতাকা পৎ পৎ উড়ুক
ঐ গগনচুম্বী আকাশ ঘর্ষে ।
তবলা ঢল বাজিয়ে
প্রাণের ভাষার গান শুনাক
কবি, লেখক,গুণী শিল্পী
রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের
স্মৃতিচারণ ঘটুক প্রতি বর্ষে ।
বৈশাখ মেলার কারুকাজে
আহূত কবি,লেখকের
প্রাণের ভাষার গান হোক
মনের মাধুরি মিশিয়ে -
ভাবনার আলিঙ্গনে
মিলন মেলার আসর
পরিণত হোক গোটা শহরে ।
এই রমনা টু বাংলো মোড়
নানা আয়োজন ঘিরে
নানা কবির ভিড়ে
ছুঁটে চল নিরবধি
ছুঁটে চল গুণী বধি
বাঁশির সুরে ও তালে
সুমিষ্ট কোকিলের ডাকে ।
অসিত্বের লড়াই ধর
অমরত্বের স্মারক পর
প্রশান্তির দৃষ্টি কর
তোমরা যারা হতে চাও
আজকের অতিথি
যেন সব দেখতে পারি
কে পরে হাতে মালা
কে পরে গলায় দোলা
সব কাগজের গাঁথা
মালা পুষ্পকলি ।
অরুণের সে আলো
তরুণেরা জ্বালো,
খোঁজো মোরা এক নিশা
আনো জীবন সন্ধান দিশা
এই ভুবন যেন কবিতা,গানের
সুরে ভরে উঠে রস আনন্দে ।