তোমাকে ফিরে আসতে হবে হে প্রেয়সী আমার  
তোমাকে ফিরে আসতেই হবে একমনে আমার ।
সাজঘর ফিরে করতে হবে না কোনো বায়না
আমি নতুন করে তুলে এনে দিব আঙিনা ।

শরীর কামড়ানো জ্যান্ত তাজা দুটো ইঁদুর  ছানা
গরম করা ঠান্ডা জল, এক বাটি দই,  মাংস ভুনা
বিড়াল পোষা মনে ইঁদুর গন্ধ, হাজার বছর ধরে
স্বাদ মান ঐতিহ্যগাঁথা, আবহকাল মনে রবে ।

তুমি আসতে পার চৌত্রের কাঠফাটা তপ্তদহে
মিঠা ঘোলে মেটাব আত্মা কবিতাবাটি দইয়ে ।