এভাবে কোনো কিছু হবে নাকো ভাই
হবার আগে সবার আগে চিন্তা করা চাই ।

চিন্তা করতে করতে কাজ যদি হয় ফাঁকি
তাহলে কাজের শুরু হবে নাকি জানি  !  

পণ কর কাজ যেন সফল হয় জানি
পণ ভাঙ্গা মন ভাঙ্গা তাও যেন মানি ।

জীবনের পথে ঘাটে কত বাঁধা আসে
বাঁধা কি সব আশা গুঁড়েবালি করে ?

থাকে যদি মনে বল অসীম সাহস ।